=
নীল রংয়ের আবাসন?
না না দেখারও হয় কখনো প্রহসন।
নীল রংয়ের শার্ট?
ভাবছো কী আসাদের?
না না সেতো রক্তের রং লাল।
অহেতুক যুদ্ধের রক্তিমতার ধূসর কস্ নয় সেটা।
নীল রংয়ের পাখী?
সেও চোখের বিরাম অন্তর চৈতন‍‍্যের খরায়!
নীল নদের কথা কী মনে আছে কারো?
কবিতার শরীর পাড়ে তার বৈঠা বিরাম এখন।
নীল শার্টের প্রেমিক?
সেই সোহাগের প্রেমিকা কোথায় প্রেমিকের?
নীল রংয়ের শীতলানুভব হৃদয়ের বাহার থট জখম।

নীল রংয়ের আকাশ?
সারাময় নয়নাভিরাম ভালোবাসার হাতছানির পট।
অগণিত চক্ষুযুগল জুড়ে মেলে যায় ডানা প্রিয়ন্তির।
এই এক রসে নীল রংয়ের নীলাম্বরী জিয়ে রয় বিশ্বময়ীর।
=
ম. প্র. (২৫-০৪-২০২২)
=