=
নকল ঘড়ি ভর করেছে, রন্ধ্রে রন্ধ্রে !
পৃথিবী প্রদক্ষিণ করছে, কিন্তু- নড়ছে-না ৷
নিশ্বাস আর- বিশ্বাস থেমে যায় যায় প্রাণিজে !

তবে কী- মেধা মনন'- এর উত্থান থমকে গেছে ?
বিনোদন'- এর ঘর-বাড়ী কী- আর নতুন রূপ দেখবে-না ?

অথচ- সব কিছু'ই-তো চলমান ঘোড়ায়- চড়ে আছে !

কিন্তু- এগোনো-টা কেনো- বর্তমান ছাড়ছে-না ?
নাকি- দুই-পা এগিয়ে, পৌনে দুই-পা পেছোনো- প্রকৃতি'র নিয়ম ??
=

ম. প্র. (০১-০৪-২০২১)
=