=
নয় আর- বারো রবিউল আউয়াল নিয়ে-
দ্বন্দ্ব নয় ।
নবী'র জীবন-মৃত্যু দুই'ই
মুসলিমে'র অপার সবিনয় ।
মোহাম্মদ প্রেম পার করে, দেবে-
সকল অ-সার বিনিময় ।

শ্রেষ্ঠ আসনে'র মহিমান্বিত চরিত্র
তার নীড়-ধারা ।
ভালোবাসা'র লক্ষ-কোটি, কোটি-নিযুত
অ-গণিত মনে'র সারা ।

দায়াত ও বি-দায়াতে'র মান-দণ্ডে মেতো-না,
মুসলিম জাহান ।
নবী-প্রেম উত্তম প্রেম, শুধু-
দায়রা'র বে-দ্বীন হইও-না,
মিলবে আহ্সান ।

শান্ত, শান্তি'র নিরব অবগাহন-
ইহ্ ও পর-কালে'র দস্তুর ।
উশৃঙ্খলে নেই-
আনন্দ, প্রেম, যতন, শ্রদ্ধা- সু-মধুর ।
নবী'র উম্মত আমি, তুমি,
আমরা- সবাই যখন ।
সুখে'র সারা-ধন আমাদের চার-পাশ
নিবিড় সারাক্ষণ ।

আকাশ, বাতাস, জল, ভুমি,
তারা-নক্ষত্র যার- প্রেমে'র বৃত্ত
মায়া-ময় হরিণী'র চোখেও সমান তার-
চিরন্তনে'র ইতি-স্বত্ব ।

এসো- প্রাণে'র মুসলিম ভাই-বোন
জাগো- সত্য ধ্যানে'র মতোন ।
নবী-প্রেমে বাদ পরো-না,
আছো যতো- ইসলামে'র
ভাই-বন্ধু-স্বজন, শত্রু-নিন্দ-কু-জন ।।
=
ম. প্র. (৩০-০৯-২০২১)
=