=
আলোর পারছাই দিয়ে
জুড়েছেন পৃথিবী । খণ্ড খণ্ড করে যেমন-
বালু-কণা মিশ্রণে গড়ে ওঠে বালুকা-পর্বত ।
পদ্মশ্রী মুকুট দ্যুতি বাড়িয়ে দিয়েছে
জনকের পালক । কমিকস্ এর জোয়ারে ভাসিয়েছেন
সোনালী পদ্ম । ইতিহাসের শরীরে খণ্ডন করেছেন
স্বরূপ অঙ্কন ।

ছিয়ানব্বই বসন্তের দীর্ঘ হাতে এঁকেছেন ধরা ভাব-চিত্র ।
পাখির ডানায় ভর দিয়েছেন, রেখে গেছেন শিল্প-মিত্র ।
ওপারের ঘ্রাণে পুলকিত হবে- এপারের নারায়ণ-কর্ম ।।
=
ম. প্র. (০৪-০৩-২০২২)
=