=
পোকা'র নাম- জানা নেই,
তবু- নাম দেয়া যায়- পাতা-পোকা৷
ট্রেনে'র মতো- বগি নিয়ে, ছুটে৷
লেজে'র ধাক্কা-টা মাথা অবধি- গিয়ে'ই, পৌঁছে৷
অতি ক্ষুদ্র প্রাণী- নিরীহ'ই খাটে৷
লম্বা শরীর, ক্ষদ্র পা, আর- সম্ভবত মুখ ব্যতীত
অন্য সব- অঙ্গ প্রত্যঙ্গ অনুপস্থিত, রোলে'র মতো৷
সম্ভবত শব্দ-টি চোখে, না দেখা'র কারণ৷
গল্প সন্ধা-মালতী দৃষ্টি প্লাস মনে'র নেপথ্যে,
প্রায় অ-কিঞ্চিৎকর ভাবে'ই ঘাড়ে হাতে'র অভিসন্ধি-
আঙ্গুলে'র ডগায় অ-ক্ষত পায় টেবিলে বিচরণ বিস্তৃত৷
পরিধি ব্যবধানে ঘূর্ণিঝড় অতিরিক্ত ফ্লো নাড়ায়,
শুধু- এক চিলতে, অ-দম্য শক্তি৷
চোখ নেই, বোলে- মুখ যেখানে, হাঁটাও সেখানে৷
হেরে যাওয়া'র চিন্তা অ-গ্রাহ্য৷
পথ চলা সর্বদা'ই অ-জানা গন্তব্য৷
মনে হয়- ছুটে চলা'ই এক-মাত্র জীবন৷
এক-টা'ই মিল- সে জিতে'র৷
বিষাক্ত-তা, কিংবা- আক্রমণ-তা নেই বোলে'ই,
শুধু- ছেড়ে দেয়া৷
কবিতা'র বিষয় উদঘাটনে,
মা বলে- মাগো....... মেরে ফেল৷
যদি- জলে, চলে যায়৷
ব্যাপার-টা দাঁড়ায়-
এক-টি প্রাণে'র চেয়েও এক জগ জলে'র মূল্য বেশী৷
এমন কতো- উৎকট কারণে, প্রাণ বিলুপ্তি ধামে৷
পারত-পক্ষে,
মশা ব্যতীত অন্য সকল প্রাণী'ই
আমার পক্ষে, মুক্ত৷
আপনার?
=
রচনা-সময়- ০৩/১২/২০১২
=
মার্জিত রূপ সংস্করণে৷
=