=
ঘরে'র পোষা কুকুরও মত বদলায়-
যদি পাল্লা কোন-দিকে ঝুল,
তা- বুঝে ৷
অথবা-
বাসনা'র ঘোলে, মিট্টি মিলে !
বুঝে-না, শুধু-
তরিকা এক আর-
তার ওপর-
ভালোবাসা'র বাড়তি চাদর- আরেক ৷
চাদরে'র নেশায়-
বাঁদর হয়ে ওঠে, অনেকে'ই !
শেষে-
না থাকে, লাইন তরিকা'র ৷
না থাকে, চাঁদরে'র মকমল ৷৷  
=
ম. প্র. (০৯-০৮-২০২০)
=