=
মিল, অ-মিলে'র মাঝে- পড়ে থাকে, সব ৷
না হয়- দেখা, না হয়- অ-দেখা ৷
চাঁদনী রাতে'র জোছনাও ঝাপসা ঝাপসা ৷
কেউ হয়-না আদমী, কেউ হয়-না অরত !
সবাই শুধু- ফাঁকি দেয়া- সভ্যতা'র গ্রাহক ৷
বেচে দিলেও হাত-ছাড়া হয়-না, কিছু ৷
রেখে দিলেও অবশিষ্ট হয়ে যায়- মিতু ৷৷
=
ম. প্র. (০৫-০৪-২০২১)
=