=
বলা'র মাধুর্য নিয়ে, তোলপাড় করা'র পূর্বে, দরকার-
বোধ'- এর সারাংশ নিয়ে, সবার সচেতন-তা ৷
ঘাটতি-তে,
কেউ ভালোবাসা-কে করে- খণ্ড, বি-খণ্ড !
কেউ সামাঝ-দার হয়ে ওঠে-না, এক-রত্তিও !
আপন আধিপত্য খণ্ডন'ই থাকে, জোরদার !
ফলে, সম্পর্ক হয়ে ওঠে, ভাঙচুর'- এর খেলা ৷
ভেঙ্গে গেলে, আর- জোড়া'র আদব থাকে-না ৷
মানুষ তবুও পা বাড়ায়- ঘমণ্ডে, না গড়ায় ৷৷
=
ম. প্র. (০৩-০২-২০২১)
=