=
পুরোনো স্মৃতি তাজা করে,
পুণরায়- পুরোনো হয়ে যাওয়া-কে
আর- যাই বলা যাক ৷
ভালোবাসা তথা- সম্পর্কে'র আধার বলা- যায়-না ৷
খোঁজ'- এর পিঠে, খোঁজে'র তালাব খুঁড়েও
যে- তাল ধরতে, তালে'র এহ্সাস যায়- মরে ৷
মৃত-কে জীবিত করা'র ফর্মূলা- জানা স্বত্বেও
না জানা'র তারকিফ আজমালে, কী- মুক্তি মিলবে ?
=
ম. প্র. (১৩-০৪-২০২১)
=