=
নিতে গিয়ে, ছেড়ে যায়- ধোয়া ৷
সব যেনো- সবুজে'র ঘেরে, ছায়া ৷
কী- হবে, লঙ্কা বাঁধিয়ে, মরিচিকা'র গায় ?
সব সুধা- মুছে যায়- পলক যখন- ফুরিয়ে যায় ৷
স্বপ্ন'ই শুধু- মিথ্যে ইতিহাসে'র জন্ম দেয় ৷
পূর্ণতা'র লোভে, বোধ- বে-বোধে'র সাথী হয় ৷
সব হিসেব- মিটিয়ে দিয়ে, মৃত্যু'র পরগনায়- যোগ দেয় ৷৷
=
ম. প্র. (০৯-০৪-২০২১)
=