=
মোটামুটি' এও এক-টা শব্দ ৷  
না ভালো, না মন্দ ৷
না আবিষ্ট, না উচ্ছিষ্ট ৷
না গম্য, না আ-গম্য ৷  
না আশিক, না বে-রসিক ৷
না প্রেমিক, না টনিক ৷
না আছি, না নেই ৷

কিছু'র পক্ষে'ই মোটামুটি' নিঃস্পক্ষিয় নয় !
অন্ততঃ কষ্টে'র ভূমি'তে,
অক্ষর-মোহর লাগানো- উচিত নয় ৷

না খুশি, না দুঃখ'- এর মাঝে, উদ্বিগ্ন-তা বাড়ায় ৷
এ ভাবনা- তারও আছে, যে- আবৃত্তি শ্রবণ-পর,  
মন্তব্যে'র ঘরে, মোটামুটি' লিখে, প্রকাশ করে-নি !  

সে- হয়-তো জানে-না, অ-হেতুক'- এর মানে, কী ?
কিন্তু- কবি-মনে, টোকা'র খোরাক কী-
সে- কী বলা'র অপেক্ষা রাখে, কবিতায় ??
=

ম. প্র. (২০-০৩-২০২১)
=