=
পরিবেশের উত্তপ্ত খামে
চিঠির সুরম্য মন প্রণোদনা নেই
যাপিত বিদ্যমান সকল তরঙ্গে
ছারপোকার অসঙ্গতি কুটকাট।
রণতরঙ্গের এই হালে
ব্যাপনের নৎসাৎ
কেবল বিধির হাতের
অবিন্যস্ত কারুকাজ
পারেনা মিমাংসার রক্ষাকবচ
পড়িয়ে দিতে খামে
ছটফট, বিবর্ণ বিদ্রুপ,
জ্বলন বিব্রত তার মিশ্রণঘাট।
=
ম. প্র. (১৮-০৫-২০২২)
=