=
কচিপাতার শিশির ভেজায়
ভিজে যায় কবিতা
মাসিকের দুই গ্রাম ভোর দিয়ে
শুরু হয় সন্ধ্যা।
রাতের নিরব পরবাসে
আমরা পূণরায় একা
বিজ্ঞাপনের অক্ষরে অক্ষরে
মিশে থাকে তৃষা।
আগুন ঝরা ঋতুবাসে
মিলন মোহনার অভিলাষা
প্রকাশের ঘরে দেহবাদে
নামের শিলালিপি আঁকা।
=
ম. প্র. (৩০-০৪-২০২২)
=