=
আমার জমিনে তোমার চাষ? সেতো মরীচিকা জানি।
তোমার কাছে তার মান্যতার সংকট অথবা বিভাজন।
যাই থাকুক নীড়গোপন। অন্ততঃ আচ্ছাদনের ঘরে
স্বকীয়তার নির্ভরতা প্রয়োজন। ভালোবাসার ভোর হয়
কী কখনো বিকেলের সামিয়ানায়? ডুবন্ত সূর্যের লালাভ
দেখিয়ে বিচলিত করবার কী মানে হয়;
তোমার দৌরাত্ম্যে সে তোমারই অভিনৈকট্য।

আমি তো আল দেখে ফাল দেবার মানুষ নই। নয়ন জলে
গমগমে হবার চৌরাস্তা আমার বন্দরে শৈশবের
কানামাছি খেলা। ধুপ দেখে চৈতন্য হারাবার মানুষ আমি নই।
চুল দিয়ে ভুল প্রমাণ করবার মানুষও আমি নই; বোধয়।
তবু আমারই ভাগ্যে বৈতরঙ্গের খেলা; কেনো?

ভালোবাসা অতো সহজ আকিদার যুথধর নয় যে নকল
হাওয়ায় আমল ভুলে যাবো। একদিন সীমানার সৈকত
দেখিয়ে, চলে গিয়েছিলে বিভান্তরের ঠিকানায়!
তবে কেনো এই মিছে ছায়ার আলিঙ্গনে, জুড়তে চাও
বাক্যবন্টনে "সখী ভালোবাসা কারে কয়"?
=
ম. প্র. (০৭/০৭/২০২৩)
=