=
চাঁদ-কে কলঙ্ক দিও ৷  
সে সইবে, রাও করবে-না ৷

প্রেয়সী-কে মন দিও ৷  
সে বলবে, জীবন অনেক বড়ো ৷

জন্ম-দিন-কে করো- প্রতি-দিন ৷  
দিন দিনে'র কাছে, রয়ে যাবে, সারা-দিন ৷

প্রেম'- এর হাতে, হাত রাখো ৷
জন্মে'র দিন-টা-কে দিন করো ৷

ভালোবাসো- মানব সভ্যতা নগরী ৷  
জুড়ে গেলে মন-প্রাণ,
দিনে'র শেষে, সব- সকল তোমারী ৷৷
=

ম. প্র. (১২-০১-২০১৭)
=