=
থুতনি'র প্রকাশ, চাহনি'র তেজস্বতা,
কথনে'র দায়-ভার যেমন তার ।
চলনে'র দৃঢ়তায়- অনুভূতি'র সকল ধাপে,
তার জননী'র অবয়ব প্রতিচ্ছ হয়ে ওঠে ।
উচ্চতা'র উচ্চতায়ও এক ।
অন্য-তা'র প্রবাহে ফুরসৎ থাকলেও
মেয়ে-টি তার মা'- এর অনুরূপ ।।
=
ম. প্র. (২৫-০২-২০২২)
=