=
প্রেমে'র সুরাহা পেতে, যেখানে তুমি যাও?
সেখান থেকে, অক্ষমতা প্রকাশে'র পুরো- বাড়ি কিনে নাও!
-------
যে কারণে'র দায়, জেনেও তার উপায় খুঁজতে গেলে?
ভেতরে'র উষ্ণতা'র জবরদস্ত অভাব হলে,
কোথায়- সে বাজার পাবে, যে- কিনতে যাবে?
তার চেয়ে, প্রেমে'র বিচ্ছেদ'ই তোমাকে পুরোদস্তুর শান্তি দেবে৷
-------
কারণ- অক্ষমতা'র কোনো- সৎ ভাই নেই, যে- বন্ধুত্ব করবে৷
মেনে নাও, অন্তরস্থ আগুন ছাড়া- প্রেমে'র দেশলাই কখনো না জ্বলবে৷৷
=
ম. প্র. (২৬-০৭-২০২০)
=