=
অজুত-নিযুত সম্পর্কে'র পৃষ্ঠ-দেশে,
এক মায়া-ময় হরিণী'র বসবাস- পৃথিবী-ব্যপী ।
সয়ম্ভরে'র কলিজা ধরে- টেনে রাখে, মমত্ব-ঘেরা আরশী-তে ।
নৃ-গোষ্ঠী'র প্রত্ন-তাত্তিক প্রলেপে, উজ্জীবনী শক্তি-মহড়া'র রচয়িতা ।
জীবন-দায়ী ফলিয়েছেন- অমৃত কাল, মনন, মেধা, কর্ম, সৃজনে'র ঘরে- মধুমিতা ।
ঘর ভেঙ্গে গেলেও রয়ে যায়- বাস্তু-ভিটা ।
উদ্দীপকে'র কূল-স্বরে যে- রঞ্জন-ভর্তি উচ্ছাস ভরে,
জীবনে'র পাশে, জুড়ে দেন- প্রমোদ-মাইন ।
অস্তিত্বে'র প্রোটিন- মাদার তেরেসা ।।
=
ম. প্র. (২৪-০৮-২০২১)
=