=
এতো যে- ভালোবাসা ভালোবাসা বলো ?
সে- ভালোবাসা কোথায়, কোন নগরে, রাখো ?
না বলা'র মাধুর্যে, তারে ধরো- প্রকাশ প্রহরে !
না করণীয় ঢালে, ঝুলাও দোলন শিহরণে !
সময়'- এর প্রহর ভাঙও নিরবে, নিবৃতে যে- রসে ?
সে- রসে মধু-মনন অবহেলিত, কোন নোঙ্গরে ?
দেখে, বুঝেও আলাপ রাখো-না, তার নিবেদনে !
কী হবে- এমন ত্যাগে'র বিরল মহিমায়- ভেসে ?
যদি- চাওয়া-টুকু চাইতে না জানো- ভালোবাসা'র কাছে ??
=

ম. প্র. (০৯-০৩-২০২১)
=