=
হৃদয়ে'র আন-বান সব খুঁড়ে, যে কথা- জমা হয়, সন্তর্পণে ।
যা বলা'র উন্মাদনায় জন, পাত্র কামায়- সেই'ই মনে'র কথা ।
দুঃখে'র সমুদ্রে ভেসে ভেসে- মানুষে'র অস্থিরতা, বিষন্নতা'র
মর্মরে যে আশ্রয়'- এর প্রতিবিম্ব খোঁজে, সেই'ই মনে'র কথা ।
সুখে'র মহা-বিন্যাসে বিগলিত হতে হতে, বয়ান আর- বহরে'র
যে মধু-মিতা'র প্রণয় হয়ে- বেরিয়ে আসে, সেই'ই মনে'র কথা ।
প্রেমে'র উন্মাদনায়- প্রগলভ হতে হতে, আনন্দ আর- বিভোরতা'র
যে উৎসব- হৃদয়ে'র চারপাশ বুলি-ঘের বানায়, সেই'ই মনে'র কথা ।
জীবনে'র বহুগামী-তায় মানুষে'র সারা-ময় জুড়ে, সামিট- মনে'র কথা ।
যা বিনা- কোনো পরিণতি নেই সমস্যা, দ্বন্দ্ব, ফাঁদ হতে, মুক্তি'র ইতি-কথা ।।
=
ম. প্র. (০৪-১১-২০২১)
=