=
নবোবর্ষ'- এর এই আনন্দ ভীড়ে,
প্রেম'- এর কানন- গড়ছে মনে ৷
ভাবছো- তুমি মনে মনে,
মানছি আমি- লয়ে লয়ে ৷
তোমার, আমার প্রেম'- এর তানে,
কথা বলবো- পাখী'র ঠোঁটে ৷
ভাব জমাবো- দিল বুনে বুনে,
দেখা হলে, তোমার সনে ৷
মন'- এর সব খুলবো- বলে,
নবোবর্ষ'- এর অমোঘ- মিলন প্রাতে ৷
রঙ্গীন সুহাস ভরুক- মনে, প্রাণে ৷৷
=
ম. প্র. (১৪-০৪-২০১৭)
=