=
মন এক-
প্রতিক্রিয়া-ময় অবস্থা !
যার না থাকে,
কোনো- স্হিরতা !
ক্ষণে
আকাশ-রে নামিয়ে আনে,
ভূমি-তে !
ক্ষণে
ভূমি-রে উড়ায়-
আসমান সীমা-তে !
জ্বালা-যন্ত্রণায় ঠোকর নিয়ে,
মন- মনে...
ভাগ্য-কে মেনে নেয়-
ক্ষমা চেয়ে, পরে !!
=
ম. প্র. (১৬-০৪-২০২১)
=