=
প্রভাত-ফেরী'র আয়োজনে, আমার উপস্থিতি ছিলো-না, হয়-তো আজ ভোরে!
কিন্তু- আমারও বুকে ছিলো- রক্ত-ক্ষরণ, ওঁদের অবদানে'র মহামান্য- স্বীকৃতি-তে৷
সালাম, বরকত, রফিক, জব্বারে'র বুলি- আজ আমারও বুলি- কথা-তে, কবিতা-তে৷
এতো মধুর অনন্য ভাষা'র- অমৃত আস্বাদনে, আমি চিরো-দিন তৃষিত- এই প্রাণভূমি-তে৷৷
=
রচনা-সময়- ২১-০২-২০১৯
=