=
দিবা-নিশি যার ভ্রম সাঁই !  
তারে কী- দিয়ে, ঠেকাই ?

এক-দিকে'র আদা- অন্য-দিকে বাটে !
ঝাঁঝে'র ফুৎকার- নিজে'র অঙ্গে'ই মাখে ৷

জ্বালা আর- ভালা'র পার্থক্য-টা বুঝে-না, হয়-তো ৷
তবু- সংসার, সারাৎসার ঐ কেন্দ্রে'র মানবিক সর্বত্র ৷৷
=

ম. প্র. (১৯-০৬-২০২১)
=