=
সারা-ঘর-ময় মাকড়সা'র আদিপত্য বিস্তার!
ক্রম-জাগতিক নষ্ট, আর- সৃষ্ট উভয়'ই চৈতন্যে'র পেটপিট৷
ছোটাছুটি স্থিরতা'র বাদে-তে, দৃশ্য-লোক ম্রিয়-ছল!
জীবিত, না- মৃত বোধ-গম্য হয়ে ওঠে, হাতে'র আঙ্গুল চালালে৷
ফাঁদ পেতে, শিকারে'র অপেক্ষায় থাকা- অন্তর-গামী৷
শিকারে'র বোধ ব্যতীত, সব চরিত্র- আমার সাথে,
মেল-বন্ধন নিরূপণ প্রায়-
দশ-টি শরতে'র রৌদ্র-করোজ্জ্বল কাননে,
মাকড়সা'র জাল বুননে, যা- কিছু নেতিবাচক থাকুক-না, কেনো-
চরিত্র বিশ্লেষণ ঘটে, কেবল- আমার'ই জীব-বিজ্ঞানে!
দোষে'র কাল্পনিক জগত, পাথর হয়ে- চেপে বসলে,
নির্দোষে বুঝতে হবে- পৃথিবী বদলাচ্ছে৷
ভালোলাগা'র দর্শন-তত্ত্ব-
যুক্তি বিদ্যা'র ধার- ধারে-না, বর্তমান, বুঝেছেন?
পৃথিবী দূর্মোহ গতি-তে, পাল্টাচ্ছে!
ধন-তন্ত্রে'র বাজার-জাত-করণে, মাকড়সা-দের ট্রেপ-বৃহতে৷৷
=
রচনা-সময়- ২৫/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=