=
ভ্রূণের পৃষ্ঠা উল্টে উল্টে জন্ম
পৃথিবী'র আলো, হাওয়া জল,
মাটি তার- বর্ধিষ্ণু ধারা ।
ভাষা, বর্ধনের ক্রিয়া, স্কুল-পাঠ আর-
কৈশোরিক মিলন-মেলা'র বেলা ।
যৌবণে'র অভিসন্দর্ভটি পড়তে পড়তে,
বৈকালিক ভ্রমণের আলখেল্লা ।
জীবিকার সংস্থান, সংসার পাতা হতে,
সন্তানে'র মাতা-পিতা হওয়ার আসর অবধি
সর্ব-সংস্থানের আদ্যপান্ত যোগানের
মমতাময়ী অবস্থানিক গর্বিত সম্ভ্রমের নাম- মা ।।
=
ম. প্র. (১১-১১-২০২১)
=