=
এক-টা সাধারণ হাসি'রও মূল্য আছে ৷
কোথাও মামুলি- বসে থাকা'রও ৷
কিংবা- সটান দাঁড়িয়ে থাকা'রও ৷
কিন্তু- কবিতা লেখা'র কোনো- দাম নেই ৷
এগারো বছরে- আয়-তো দূর ৷
খরচ'- এর হিসেব দিলে,
এক-টা টিনি পদ্মা-সেতু'র নির্মাণ হবে ৷
তবুও লিখি, লিখতে হয়- বোলে ৷
না লিখলে, যে- জান'ই থাকে-না ৷
জান বাদে, বাকি সবে'র কী- মূল্য ?
প্রিয়.কম নাকি দেবে- লেখা'র মূল্য ৷৷
=
ম. প্র. (১৯-০৫-২০২১)
=