=
ঘুমে'র শহরে, কে মেটাবে-
তৃষ্ণা'র দাম ?
অলি-গলি খানা-খন্দে
ভরে গিয়েছে, আব্রু-ভ্রম !

রবীন্দ্র-যুগ পার হয়ে,
মানুষ হয়েছে সোশ্যাল ধামাল ।
বই রাজত্বে কারচুপি কামাল,
পোষাকে'র আদিম নেহাল !

নগ্ন কামান তাড়া এখন-
খামার'- এর মুরগী'র ফিৎরত !
আদর্শে'র চারু-পাঠ গিলে নিয়েছে,
সভ্যতা'র মাচান ।
উনবিংশে'র হাত- মলাট হতে হতে,
আমাদের ঘুমে'র রাহাত ।

কবি'র কবিতা'র বাহার-
হৃদয়ে'র কুটুম তোহার- বারিসাত ।।
=
ম. প্র. (০৫-০৮-২০২১)
=