=
সবজির তালিকায় পুষ্টি গুণে
হরেক রকম শাক হলো রাজা।
বন্ধুরা সবাই অমৃত স্বাদের এই সবজি
খাও নাকি তেলে ভাজায় মজা?
ফলের ঝাঁকিতে সবচেয়ে সহজ লভ্য
নানান রকমের কলা হলো সস্তা।
বন্ধুরা তোমরা মিষ্টি স্বাদের এই ফল
খাও নাকি প্রতিদিন অন্তত দুইটা?
কৃষি প্রধান এই দেশে একসময়
সবজি আর ফলের ছিলো সমারোহ।
দিনে দিনে ফলনভূমি হচ্ছে উজাড়
নতুন রাস্তাঘাট, দালানকোঠা তার নির্বাহ।
চাহিদার তুলনায় উৎপাদন হ্রস্ব
তার উপর বাড়তি ফরমালিন যুক্ত।
বন্ধুরা তবুও আমরা আশামৃত হবো না
পরিকল্পনা, সততায় ধরবো উদার মুক্ত।
=
ম. প্র. (২৭-০৭-২০২২)
=