=
উৎসর্গের অনুপম দিয়ে
সংসারের প্রীত।

সৃষ্টিকর্তার রসিকতা ভেবে
কেউ উদ্ভ্রান্ত হয়
কদাচিত্।

মূলের কাছে
আমূলের পরিণতি ভেবে
হয় না পরমের গীত।

রক্তজবায় রক্ত নিহত!
তবুও কী সুগন্ধী সঞ্চিত?
কোরবানে প্রেমবহিত।
=
ম. প্র. (২৫-০৬-২০২২)
=