=
মনে নেই, সেই-
উড়ান দিনে'র দিবা-রাত্রি'র
বিনোদ- কথা, চাল-চিত্র,
ভাব-বার্ষিক আবেগ-পুরাণ
বাসুদা'র বিতি-ব্যাথা'র ইতি-কথা ।
কিন্তু- প্রেম ?
সে-তো হৃদয়ে'র জমিনে গড়ে,
অক্ষর-বানে চর্যাপদ সভ্যতা ।
ধুয়ে-মুছে শুকিয়ে রাখে, পরাণ-গাঁথা ।
প্রথম-প্রেমে'র সারদীয় বার্তা-
ম্যামোরি'র ভাবি-রাত ।
স্বপ্নে'র সুগন্ধ বেয়ে- ওঠে, বাটালী-পাহাড় ।
নেমে উঠে, উঠে নেমে, গিয়ে-
তারে ধরতে হয়- স্মরণে'র চূঁড়ায় ।
শেকড়ে'র হাওয়ায়- ভাসায়ে রাখে,
সুখে'র নারিন্দা ।
নদী'র স্রোতে'র আল্পনায়-
যে রপ্ত-শান্ত আন্ত-বেহেম ।
তার অমল স্মৃতি-রেখা'র
জাগৃত নাম প্রথম-প্রেম ।।
=
ম. প্র. (২২-০৯-২০২১)
=