=
হেমন্ত, তুমি কী- এসেছো,
এই ধরায় তৃপ্ত-যোগে ?
দাবদাহ আর- শৈত্য'-
এর মাঝে, সমন্বয় হতে ?

কী আছে তোমার, যে-
তুমি পুরোপুরি মানুষ'- এর হবে ?
এতো সহজ ক্রান্তি কী-
তোমার ঋতু-ভ্রমর'- এর অনুজ হবে ?
বুলিয়ে দেবে পরশ- অ-শ্রান্তে'র পিঠে,
শ্রান্তি'র নিরব কুহকী-তে ?

তবে- আমার প্রিয়া'র খোঁজ নেই,
কেনো- আজও হৃদয় মেহরাবে ?
শব্দ বুনি, গান গাই, গল্প'- এর গায়ে ঘুম যাই,
মিলে-না কেনো- মহব্বতে ?  

কী হবে, তবে- তোমাকে পেয়ে,
যদি- প্রিয়া'র সমুদয় হাত' না থাকে, হাতে ??
=

ম. প্র. (৩০-১০-২০২০)
=