=
অনড় হতে হতে, যে- পরিণতি ৷
তাকে নিয়ে, বিষদ বলবার- কিছু নেই ৷
তার পেছন'- এর কারণ নিয়ে, যতো-সব বয়ান ৷  

সে নিয়ে রয়েছে, যদিও বিরুদ্ধ আয়োজন ৷

তবু- বক্তব্য তার- দাসখত চিনে রাখে, ভালো ৷  
ঐ ভালো'র অন্দরমহলে, যে- ভালো'র উৎসব ?
তার- উদযাপন একাকী পালন করা'র মজা'ই আলাদা ৷

অনড় স্থান থেকে, ধ্যান-চ্যুত হবার খেয়াল-টা বকেয়া ৷৷
=

ম. প্র. (১৩-০২-২০১৮)
=