=
এক-টা ঘরে, যা- হয় ধর ৷
তার অধিক চাই-না, কিছু আর ৷
সূত্র রেখেছে বেঁধে, তার গড়ন- দামে ৷
তিলে তিলে, সর্ব-নাশ আর- কাকে বলে ৷
ভারতে মাই আর- আই এক-কথা হয় ৷
বাংলাদেশে বউ আর- স্ত্রী এক-কথা নয় ৷
কর্ম আর- আয় এক-কথা না হওয়ায় ৷
ঘরে'র রাণী ও আসবাব- পয়দা'র অপেক্ষায় ৷
খেলা-রাম খেলা-না, আর- বেসাতি'র খেলা ৷
কিন্তু- শেষাবধি পয়দা কী পাবে, তার বেলা ?
=
ম. প্র. (১০-০৪-২০২১)
=