=
জন্ম, দুঃখ, লালন আর-
আনন্দ-উৎসবে'র পলেস্তরা যা ।
তাকে আলিঙ্গনে, অর্পণে-
স্বাদ-বন্ধনে'র যে- মুক্তি তার নাম- খাদ্য ।

দুঃখ-রা দুঃখিত হয়-না, কখনো ।
মানুষ'ই দুঃখ-কে আশকারা দিয়ে,
গড়ে তোলে- দুঃখ-পাহাড় ।

মজিদে'র মা, রফিকে'র মা, শেবু'র মা-রা'ই
কালে কালে দুঃখে পুষে ঘর ।
নয়ন-তারা'র চক্ষু রয়ে যায়- উধাও !
কালে'র সরবত তারা পিয়ে-না ।
কালে'র পর্বত তাদের আদিগম্য ।

ছেলে-দের হৃষ্টপুষ্ট দেখতে'ই
মা-দের কল্যাণ নিহিত !
এই মস্তিষ্ক যা-কিছু আপামর রূপ দেয়,
তা-তে খাদ্যে'র বিধান যায়- জজমে !

কে দেখে- মণিকা ?
কে দেখে- লাবণ্য ?
সব হারাণো'র গল্প-
সব সময়ে'র সৌজন্য !
হাহাকার যার বংশাল-
তারে কে দেবে শান্তনা ?

খাদ্য জীবন-সেচনে'র বল ।
তারে
পরিমাণে'র
পরিমিতে
গ্রহণ'ই বিধি-সংস্কার ।
ঐতিহ্য আর- ঐশ্বর্য
এক ব্যাপণ নয়- বন্ধু ।
আনন্দ-ভোগে মাতোয়ারায় জুড়ে- শাস্তি ।
খাদ্যে'ই তান্ত্রিক অঞ্চল- পরিভ্রমণে শুক্লাক্রান্তি ।।
=
ম. প্র. (১১-১০-২০২১)
=