=

ক্ষুধা'র রাজ্য-টুকু, যার- অ-জানা,
তার- হিসেবে'র ফানা-তুলে, কোনো- কাজ নেই৷
তবু- জড়িয়ে পড়ে দুবলা'র চরে,
আটকে পড়া- পর-গাছা'র মতো৷
জানে-না,
চরে'র বিরাণে থাকে,
অজস্র ধ্রুপদী- নকশা'র তাবু৷
তাতে,
এক নকশা খচিত রূপকল্পে'র, কোনো- মূল্য নেই৷
জ্ঞান-প্রবর-কে, জ্ঞানী সম্বোধন করে, কয়-জনে?

কিন্তু-
তার'ই ছড়ানো বাতাসায়- দুনিয়া কাঁপে; খামোশ!
=

রচনা-সময়ঃ ২০১৫
=
(পরিমার্জিত রূপ)
=