=
ওয়েব সিরিজ'- এর নামে, পর্ণ !
কোনো চোখ- এড়ায়-না, তার- বর্ণ ৷
না আছে রোখ, না আছে টোক ৷
কোমল-মতি শিশু মনে, তার- কু-ছাপ ৷
ভবিষ্যত্'- এর আলোয়, নিশ্চয়- আঁধার বাপ ৷
মিডিয়া'-র দাপট এখন- সব হাতে'র দর্পন ৷
ও-সব মন-স্থির হতে হতে, কেড়ে নেবে- হৃদয়ে'র কার্বন ৷৷
=
ম. প্র. (০৮-০৩-২০২১)
=