=
রাজা' বোলে- কেউ নেই, কিছু নেই, ধরা ৷
সব'ই মনে'র ভেতরে'র কাল্পনিক নাড়া ৷

নাড়া হতে, নড়ে গেলে'ই পরিষ্কার বাড়া ৷
জলে, স্থলে, জঙ্গলে- সর্ব-ব্যাপী এক-টা'ই পাড়া ৷

কে কার ওপর- ভারী, এই হলো- মাজেজা ৷৷
=

ম. প্র. (২৫-০৪-২০২১)
=