=
ভালোবাসা কী- দেবো, তোমায় ?
সে যে- উড়ে গিয়ে, অ-চিন পাড়ায় ৷
ভালোবাসা বর্তমান বেলুন-ফুল সোশ্যাল লাইভে ৷
যা- ঘরে'র গোপন কামরায় হতো- মর্যাদা-পূর্ণে ৷
এখন- সে দৈহিক নৃত্য-টা ইন্টারনেট লাইভে, কু-বৃত্তি-তে ৷
ভালোবাসা'র হার্টে, বিষ-বৃত্ত বসত বানিয়েছে, ধীরে ধীরে ৷
নিঃসন্দেহে সংজ্ঞা- পাল্টেছে, পাল্টাবে- তার দৃশ্য-স্রোতে ৷
বদল'- এর এই ভোর- সন্ধ্যায় পৌঁছতে গেলে, হবে- বিরাট ধ্বংস-যজ্ঞ ৷
ও-দিকে, রুখবার কোনো- জরিয়া'ই আর- অবশিষ্ট নেই ৷
অবশ্য- মস্তক বিগড়ানো ব্যতীত, শুধরানো'র কোনো- মেধাও নেই !
কেননা- ক্লিক করা'র সার্বভৌম ক্ষমতা- এখন প্রত্যেক হাতে'র স্পর্শে !!
=
ম. প্র. (১৪-০২-২০২১)
=