=
কমনীয়তা'র পথ বড়ো করে করে,
যে- কাঠিন্য ৷
তারে রুখে দেওয়া- এখন কষ্ট-সাধ্য ৷
কিন্তু-
ভালোবাসা সে-তো নরম হৃদয়
খুঁজে বেড়ায় ৷
সে-তো মানে-না, কোনো- বিভয়ারণ্য ৷
তবে-
কেমন করে ঘটবে, হৃদয়'- এর উৎসব-
আমাতে তোমাতে, তোমাতে আমাতে ?
=
ম. প্র. (০৯-০৩-২০২১)
=