=
অভিব্যক্তির মহড়া এক।
অভিযোগের খসড়া আরেক।
অভিব্যক্তির দর্পণে
উপস্থাপন আর অর্জনে
মিল জরুরি।
অন্যদিকে, অভিযোগের আন্তঃআসরে
জমা হয় বিরোধী কটুক্তি।
পৃষ্ঠ হতে পৃষ্ঠা খুলে এনেছে
কে কবে?
যে লিখে ফেলবে জাতির শিক্ষা,
সাহিত্য, সংস্কৃতির গুরুলিখন।।
=
ম. প্র. (১০/০৩/২০২৪)
=