=
বৈচিত্র্যে'র কাছে, পৃথিবী মুগ্ধ ৷
তাই বোলে- উল্টো স্রোতে,
ক' জন হাটে,
হাটতে পারে ?

মিলে, কখনো কখনো-
কোনো স্টেজ শো-তে,
রিয়েলিটি শো-তে ৷

গেস্ট হয়ে আসেন,
আর-
হয়ে যান- পারফরমার !

সব নজর কেড়ে নিয়ে,
হয়ে যান- নজর-সিদ্ধ ৷

নেই কোনো-
আভিজাত্য অহম, স্টার-তকমা'র ৷  
ঝর্ণা ধারা'র মতো-
সব বিবৃতি পরশ-
ছুঁয়ে যান- অবলীলায় ৷

জল হয়ে, উঠে গেলে- আকাশে ৷
নেমে আসা'ই যে- ভূমি,
তিনি তা- জানেন ৷

ভালোবাসা তার- নাম,
স্রফ তার- পরিচয় ৷
কে জানেন ?
=

ম. প্র. (১৪-০৩-২০২১)
=