=
সময়ে'র পর্ব ধরে- শারীরিক, মানসিক-ভাবে
শ্রম-কুঞ্জে'র নাম'ই কর্ম ।
ভোজন আর- বাঁচন প্রক্রিয়া'র
সারমর্ম'ই কর্ম ।
সংসার আর- জীবন পরিচালনা'র
অধিষ্ঠিত আয়োজন'ই কর্ম ।
সমাজ আর- রাষ্ট্রে'র অধিভুক্ত
কল্যাণে'র আপামর উদ্যোগে'র নাম'ই কর্ম ।
সেবা আর-সহমর্মিতা'র জরিয়ায়-
হৃদয় উৎসারণে'র নাম'ই কর্ম ।
ভালোবাসা আর- সহযোগিতা'র
অনুকম্পায় গড়া- উপকরণে'র নাম'ই কর্ম ।
গবেষণা আর- উদ্ভাবনে'র ফার্মে,
প্রতিষেধক নির্মাণে'র নাম'ই কর্ম ।
প্লাবন আর- দুর্যোগে মানবতা'র
অ-শেষ মেহেরবানী'র নাম'ই কর্ম ।
প্রেম আর- দায়িত্ব-বোধে'র অজুত
যুগল আচ্ছাদনে'র নাম'ই কর্ম ।

কর্ম বিনা নেই, কিছু- মহান, মহিয়ান ।
জীবনে'র সার্বভৌমে মানুষে'র কর্ম'ই সর্ব-সম্পাদান ।।
=
ম. প্র. (০৩-১১-২০২১)
=