=
খানিক মনোরমা'র কমতি- তোমাকে, আমার হতে দেয়-নি, প্রিয়!
যেহেতু, চিরোস্থায়ী বন্দোবস্তে'র নীতি অবলম্বণে'র ব্যাপার- স্বীয়!
যখন- মন, আর- প্রাণে'র সব অনুচ্ছেদ এসে- এক-কাতারে, ভীড় হয়!
-------
তুমি, আর- আমি, আমরা হতে গেলে, আগামী'র প্লট- জট হবে, নিশ্বয়৷
ভালোবাসা'র বুকে, খঞ্জর কুপে- হয়-না, ভালোবাসা'র উদযাপন, নির্ভয়৷৷
=

রচনা-সময়- ২৪-০২-২০১৯
=