=
একটা বিভাজন তৈরী হয়ে গেলে পরে
ফেটে পড়ে আমাদের সুকুমার। তখন
জীবনের ইতিহাস লেখা হয়; অস্বীকারের কালিতে।
ঘটনার পর্বগুলো উল্টোরশ্মির ছায়ায় হাঁটে।
কাহিনী বদলে যায়।
এমনকি বদলে যায় নামগুলো, তার চরিত্রগুলো।
বিপরীতে বসে যায় অচেনা, অজানা
হাসি আর চোখের অবয়ব
লেখকের মর্জিপ্রসূত অক্ষরের ব্যঞ্জনায়। তারপর
পঞ্চাশ দিগন্ত পরে, কেউ এসে:
লিখে দেবে একদিন ইতিহাসের পৃষ্ঠায় সত্য।
আমরা তার প্রতিক্ষায় নিরন্তর বসে রই; চোখ বুজে।
এভাবে নামহীন মিথ্যেয় তবু আমাদের মন
বারবার বারবার ভারাক্রান্ত হয়ে
প্রকৃতকে নোয়ায়। অতঃপর
ভালোবাসার পরাজয়।
পরাজয়ের পরবাসে নিজেকে সঁপে দিয়ে;
আমরা সত্য হয়ে উঠি না, তবু ইতিবাসের পূর্বে!
আফসোস; রাত্রির কুয়াশায় মোড়ল খোঁজে বেনামে!
=
ম. প্র. (১১/০৬/২০২৩)
=
বিঃ দ্রঃ- (কবিতা-টি দৈনিক জনকন্ঠ অনলাইন ভার্সনে ২২/০৬/২০২৩'- এ প্রকাশিত)