=
কবিতা'র হাটে, কার কার ভেলা ?
এই মুশক-জাগা ধরণী'র আমি-
এক-মুঠো রজনী'র নিরব উত্তমাশা ৷

মনে'র মেলা আছে, নাই শুধু- বেলা ৷
তবুও দিন'- এর কাছে, চেয়ে রাখি- আশা ৷

নিবিড় আশা, অ-ফুরন্ত আশা, অ-বিরাম ভাষা ৷৷
=

ম. প্র. (০৯-০৬-২০১৬)
=