=
কবিতা' সেতো- জীবনে'র ছবি৷,
আমার মায়ে'র ডাক- তুই, আর- বাবা'র তুমি৷
জানালা'র পাশে বৈদ্যুতিক পিলারে, কাঠ ঠোকরা'র ঠুকাঠুকি৷
ছোটো ভাই-কে, হারানো'র স্মৃতি৷
বোন-দের লজ্জিত অবনত মুখ৷
আব্বা'র বাজার থেকে, ফিরে আসা- ভাষা-হীন দরজা টুকাটুকি৷
পছন্দ-হীন কথায়- আম্মা'র বিরক্তে'র মুখ৷
-------
কবিতা' মানে- কৈশরে'র দাপাদাপি৷
বন্যা'র পানি-তে, কলা-গাছ দিয়ে বানানো-
নৌকায় চড়ে, শাপলা'র ফুল তোলা৷
উবুড় করে দেওয়া তেলে ভাঁজা সালুনে, তৃপ্তি'র ঢেকুর তোলা৷
ডুবন্ত ফসলে'র ক্ষেতে'র আইলে জাল পেতে রেখে,
গ্রামে'র যানবাহন-হীন পথে, শুয়ে থাকা৷
-------
কবিতা-তো পয়ত্রিশেও বেকার জীবন-যাপন৷
স্ত্রী, সন্তান-হীন ব্যর্থ সময়- পার করা৷
শীতে'র রাতে আহার শেষে,
লেপ মুড়ে অ-নিদ্রা-হীন ঘুমে, বিভোর হওয়া৷
কুয়াশায়- ঘেরা দিগন্ত৷
চারপাশে'র মসজিদে ক্ষণিকে'র ব্যবধানে,
একে'র পর এক- আযানে'র ধ্বণী৷
-------
কবিতা' মানে- মায়ে'র হাতে, বানানো- তালে'র পিঠা৷
শতো বছরে'র আয়ুস্কাল- পিতা-মহে'র কানে শুনেও না- শুনা'র ভান করা৷
স্বাধীন দেশে'র নাগরিক হয়ে, যেখানে ইচ্ছা- ঘুরে বেড়ানো৷
প্রতি-দিন কোথাও না কোথাও ওয়াজ মাহফিলে'র আয়োজন৷
তার জন্যে ঘরে ঘরে সহযোগীতা'র হাত বাড়ানো৷
-------
কবিতা' নীল ব্যাঙে'র ডাক৷
বেড়ালে'র খাবার না পেয়ে, কান্না৷
পারুলে'র মা'র ছাগলে'র, পরশি'র সীম গাছ খেয়ে ফেলা৷
-------
কবিতা-তো ড্যানিয়েল সুয়েলে'র টাকা-পয়সা'র
জীবন ছেড়ে, গুহা'র জীবন বেছে নেওয়া৷
মাইক গেরাসি'র তার মা-কে ত্রিশ বছরে, এগারো হাজার চিঠি লেখা৷
-------
কবিতা-তো ভারতীয় বংশোদ্ভুত ইন্দো-কানাডিয়ান পর্ণ-তারকা- সানি লিওনে'র বলিউডে পদার্পন৷৷
=
রচনা-সময়- ২৫/০৬/২০১২ (মার্জিত রূপ- সংস্করণে)
=