=
সময়'- এর গল্প-গুলো আমি পড়ি ৷
গল্প লিখবো বোলে নয় ৷
আমি মূলতঃ কবিতা'র মানুষ ৷
কবিতা'র ঘরে, রাত-দিন'- এর উঠ-বস আমার ৷
কবিতা'র ঘরে'ই গল্পে'র বীজ- বুনে রেখেছি ৷
বীজ-গুলো বৃক্ষাণু হওয়া'র আগে'ই কবিতা'র লেভেল সাঁটিয়ে দিই ৷
কেউ বুঝতে'ই পারে-না,
জীবন'- এর অণু হতে অণু গল্প-গুলো'ই আমার একেক-টা কবিতা ৷৷
=

ম. প্র. (১৯-০৫-২০২১)
=