=
তোমরা-
মাপ-ঝোক করো-না, কবি'র সাথে, কবি'র৷
প্রত্যেকে'ই অন্য হতে ব্যতিক্রম, আলাদা, ভিন্ন, সতন্ত্র ও বুদ্ধেল৷
কোনো কোনো গন্ধ- কোনো কোনো মনে, ধীবর হতে'ই পারে...
তা-তে, রংয়ে'র প্রতি-রূপ বিচ্ছিন্ন হয়ে যায়-না, রংয়ে'র পৃথিবী-তে৷
মাছে'র সাথে, যেমন- মাছে'র তুলনা হয়-না, আকার, ধরণ আর- স্বভাব-মাত্রা-গুনে...
ঠিক বোধে'র ঘন্টায়- তিলক দিও- কবি'র সাথে, কবি'র রূপকও তেমন৷

তোমরা-
ঘন্টা বাজিয়ে, রত্ন-ভূলে কিছু'ই পাবে-না, ইতিহাসে'র মায়াপুরী'র আর্কাইভে৷
অতএব- ব্যবধান ছোড়ো, কবি-কে, বসতে দাও- কবি'র আপন উঠোনে, নির্বানে৷৷
=

ম. প্র. ৩০-০৬-২০২০)
=