=
গড়তে গড়তে যাই ...
তারপর- থেমে যাই, ভাবি- করবো কি, গড়বো কি ৷
পেয়ে যাই গড়া'র নিমন্ত্রণ- নিজ হতে নিজ; ধার-হীন ৷
পল হতে পল- বোঝাই করে, গড়ি- নানান আকৃতি ৷
শিল্প অল্প হলেও বুঝি- গড়া'র এক-টা মূল্য আছে ৷
কোনো স্বীকারোক্তি তার- তোয়াক্কা রাখে-না ৷
ভালোবাসা ও শ্রমে'র মূল্য সে'ই জানে, যে- গড়ে ৷
সাতাশ-খানা কাঠ-শিল্প গড়ে, মন এখন- শান্ত, তৃপ্ত ৷৷
=
ম. প্র. (১৯-০৪-২০২১)
=